ফিফার নিষেধাজ্ঞার জের, কে হচ্ছেন বাফুফের নতুন সাধারণ সম্পাদক?

0
94

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরপর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাফুফে ভবনে।

বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত শুক্রবার। ওই সভার আলোচ্যসূচি ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু ফিফার নিষেধাজ্ঞার জেরে সেই সভা বাতিল করা হয়। এদিকে, ফেডারেশনের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ  সোমবার বিকালে নির্বাহী কমিটির সভা রয়েছে। জানা গেছে, নির্বাহী কমিটির এই সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হবে। এর পাশাপাশি সোহাগের নিষেধাজ্ঞা রিপোর্টে সংশ্লিষ্ট বিষয়ে একটি তদন্ত কমিটি করারও সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন সাধারণ সম্পাদকশূন্য। বাফুফেতে সভাপতির পরই গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর সাধারণ সম্পাদক। যে কারণে, বাফুফেকে দ্রুতই এই পদের জন্য নতুন কাউকে বেছে নিতে হবে। সোহাগ এখন অতীত। শনিবারই বাফুফে ভবন থেকে সোহাগের নামফলক তুলে ফেলা হয়। সহসাই সেখানে বসবে নতুন নামফলক। কে হচ্ছেন সেই ব্যক্তি তা নিয়ে চলছে গুঞ্জন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here