চুয়াডাঙ্গায় ৫ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0
75

চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় ৫৮৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। স্বর্ণের বারগুলো পাচারকারীর প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো ছিল। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার সকাল ৯টার দিকে সীমান্তবর্তী দর্শনা শহর থেকে পাচারকারীকে আটক করা হয়।মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে দর্শনা রেলস্টেশনের অদূরে কুমিল্লা জেলার হোমনা থানার নিলুখী গ্রামের রওশন আলীর ছেলে মো. সেলিমকে আটক করে বিজিবি। এসময় দেহ তল্লাশিকালে তার প্যান্টের কোমরে বিশেষভাবে রাখা পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।

স্বর্ণে বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের চেষ্টা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে দর্শনা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here