শিগগিরই সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দেবে ইরান

0
66

খুব শিগগিরই রিয়াদে রাষ্ট্রদূত নিয়োগ দেবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ কথা জানিয়েছেন।

ইরানের জাতীয় সংসদের সঙ্গে সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থাকে বুধবার দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এ তথ্য জানান। তিনি বলেন, তেহরানে সৌদি আরবের দূতাবাস নতুন করে চালুর বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। আমির আব্দুল্লাহিয়ান বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে দুই দেশ যেমন লাভবান হবে; তেমন উপকৃত হবে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্ব।

গত ৬ এপ্রিল বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সাত বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করেন। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে সই হওয়া চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

গত সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, দু’ দেশের মধ্যে কূটনৈতিক মিশন চালুর ব্যাপারে ভালো অগ্রগতি হয়েছে। তিনি বলেন, “দূতাবাস চালুর ব্যাপারে আমরা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here