‘আদিম’ সিনেমার ট্রেলার প্রকাশ

0
82

২৬ মে দেশের প্রেক্ষাগৃহে আসছে যুবরাজ শামীম পরিচালিত মস্কোজয়ী সিনেমা ‘আদিম’। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নির্মাতা। পোস্টার প্রকাশের পর এবার এলো সিনেমার ট্রেইলার।

প্রায় দুই মিনিটের ট্রেইলারটি দেখে প্রশংসা করছেন সাধারণ দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিমের ট্রেইলার শেয়ার করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, জীবনের সমগ্রতা যেন টঙ্গীর একটি বস্তিকে ঘিরে উঠে এসেছে ‘আদিম’-এর গল্পে। এমন প্রাণবন্ত চিত্রায়ণ নিকট অতীতে বাংলা ভাষার সিনেমায় বিরল!

ট্রেইলার দেখেই অনেকে বলছেন, ‘আদিম’-এর জীবনবোধ যেকোনো দর্শকের চৈতন্যকে স্পর্শ করবে। ট্রেইলার দেখে দর্শকের এমন ভাবনায় কিছুটা চাপে থাকলেও সামগ্রিকভাবে দর্শক সাড়ায় মুগ্ধ হয়েছেন নির্মাতা যুবরাজ।

তিনি বলেন, ‘আদিম’-এর ট্রেইলার উন্মোচনের পরপরই সাধারণ দর্শকের পাশাপাশি সিনেমা নিয়ে যারা খোঁজখবর রাখেন এমন বহুজন আমাকে ফোনে, মেসেঞ্জারে প্রশংসা করেছেন। শুভ কামনা জানিয়েছেন। এ সব কিছুই আমাকে ভীষণরকম আবেগাপ্লুত করেছে।’

তরুণ এই নির্মাতা আরো বলেন, ‘আমি শুরু থেকেই ‘আদিম’-এর প্রচারণা নিয়ে চিন্তিত ছিলাম, কারণ একটা সিনেমার প্রচারণার জন্য গ্ল্যামারমুখসহ আরো যেসব অনুষঙ্গের দরকার হয়, সেই অর্থে কোনোটাই আমার নাই। আমি একেবারেই ভাবি নাই আদিম-এর ট্রেইলার রিলিজ দেওয়ার সময় এত এত মানুষ নিজেদের ওয়ালে তা শেয়ার করবেন। বিষয়টা সত্যি আমাকে মুগ্ধ করেছে। ট্রেইলার নির্মাণে মেজবাউর রহমান সুমন, সজল অলোক এবং রাশীদ শরীফ সোয়েব, তারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’

গণ অর্থায়নে নির্মিত সিনেমাটি নিয়ে যুবরাজ আরো বলেন, ‘আদিম’ নির্মাণ শুরু থেকে রিলিজ পর্যন্ত আমার পাশে ছিলেন সাধারণ মানুষ। শুধু অর্থ দিয়ে নয়, সাহস দিয়েও পাশে ছিলেন তারা। পুরোপুরি মানুষের সহায়তায় একটা সিনেমা হয়ে গেল, এটা ভাবলে আশ্চর্য লাগে।’ টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’-এর শুটিং। সিনেমার কাহিনি বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here