হাতিরঝিল চক্রাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৪০ হাজার টাকা জরিমানা

0
72

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

আজ রবিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা জানান, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরে চার জন অ‌ভি‌যোগকারীর লি‌খিত অ‌ভি‌যো‌গের পরিপ্রেক্ষি‌তে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অনুযায়ী ধার্যকৃত ভাড়ার বে‌শি ভাড়া আদা‌য়ের অপরাধে এইচ আর ট্রান্স‌পোর্ট (হা‌তির‌ঝিল চক্রাকার বাস সা‌র্ভিস) ৪০ হাজার টাকা প্রশাস‌নিক জ‌রিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে হাতিরঝিলের সড়কে যাত্রী পরিবহনে চালু করা হয় এই চক্রাকার বাস সার্ভিসটি। এখন এ রুটে নিয়মিত ২০টি বাস চলাচল করছে। প্রতিদিন সকাল ৭টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত এসব বাস চলাচল করে। এটি পরিচালনার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এইচ আর ট্রান্সপোর্ট। তবে হাতিরঝিলে চক্রাকার বাস ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here