১৯ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার

0
73

চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ১৯৫ কোটি টাকা। 

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, প্রতিদিন গড়ে ৫ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে পৌঁছেছে ১৮ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ডলার। 

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯০ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার এসেছে। 

১৩ থেকে ১৯ মে পর্যন্ত দেশে ৩৫ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। প্রথম ১২ দিনে এসেছিল ৭৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার। 

এর আগে গত এপ্রিলে ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সবকিছু ঠিক থাকলে আলোচ্য মাসে সেটা অতিক্রম করতে পারে।

চলতি অর্থ-বছরের মার্চে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। ফেব্রুয়ারিতে আসে ১৫৬ কোটি ১২ লাখ ডলার। জানুয়ারিতে এসেছিল ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার।

২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। তবে পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। 

সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয় পৌঁছে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। কিন্তু নভেম্বরে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসী বাংলাদেশিদের আয় ঊর্ধ্বমুখী হয়। ওই মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে দেশে পৌঁছে ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here