দৌলতপুরে কৃষি জমি থেকে মাটি উত্তোলনে জরিমানা

0
79

মো জুয়েল রানা,দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ৮ জুন) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের  যুগিন্দী এলাকায় কৃষি জমি হতে বালু ও মাটি উত্তোলন করে বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার। জানা গেছে, দীর্ঘদিন ধরে কলিয়া ইউনিয়নের যুগিন্দী এলাকায় কিছু অসাধু ব্যক্তি ভেকু দিয়ে কৃষি জমি থেকে  অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। এতে করে এলাকার সাধারণ ভুক্তভোগী মানুষ তাদের কাছে জিম্মি হয়ে মাটি বিক্রি করতে বাধ্য হতো। রাস্তাঘাটে ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে ভীষণ ভোগান্তি পোহাতে হয়। 

পরে গতকাল  বিকালে সংবাদ পেয়ে   তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি। মোবাইল কোর্টে ঘটনাস্থলেই বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এ মাধ্যমে  মোঃ আশরাফুল খান নামে এক ব্যক্তিকে ৫০০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়।

সহকারী কমিশনার ভূমি বলেন-অবৈধভাবে যারা কৃষি জমির মাটি ও নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করবে বা কাটবে তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here