শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে কর্মরত ১৯ জনের বিগত ৪ বছরের বকেয়া বেতন পরিশোধ, চাকুরি স্থায়ী ও সেন্টারটি পুনরায় চালু করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীগণ। বুধবার সেন্টারের সামনে আজ থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
জানা গেছে, শেরপুর জেলার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, সুবিধা বঞ্চিত বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের কর্মসংস্থান এবং অনগ্রসর নারীদের জীবনমান উন্নয়নের লক্ষে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে “নালিতাবাড়ী কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার”এর জন্য একটি ছয় তলা একটি ভবন নির্মাণ করা হয়। মহিলা অধিদপ্তর একটি প্রকল্পের মাধ্যমে ১৯ জন জনবল নিয়োগ দিয়ে ২০১২ সাল থেকে ট্রেনিং কার্যক্রম শুরু করে। ছয়টি ট্রেডে ৬০ জনকে থাকা খাওয়াসহ তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। এভাবে ২০১৯ সাল পর্যন্ত মোট ১ হাজার ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় তিনশত জন নারী আজ দেশের বিভিন্ন যায়গায় চাকুরি করছেন। প্রকল্পের মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত হলেও পরবর্তীতে এই প্রকল্পের মেয়্দা বৃদ্ধি করা হয়নি। ফলে ২০১৯ সাল থেকে প্রশিক্ষণসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে কর্মরত ১৯ জনের বেতন ভাতাও বন্ধ রয়েছে। আজ বুধবার থেকে তাদের বকেয়া বেতন পরিশোধ, চাকুরি স্থায়ীকরণ ও প্রশিক্ষণ সেন্টারটি পুনরায় চালু করার দাবিতে কর্মরত সকলেই প্রশিক্ষণ কেন্দ্রের সন্মুখে অবস্থান কর্মসূচি করছেন। সহকারী হোস্টেল সুপার পলি আকতার বলেন, প্রশিক্ষণ সেন্টারটি চালু হওয়ার পর আমাদের এই অঞ্চলের অনেক নারীরা প্রশিক্ষণ নিয়ে আজ তারা কর্ম করে খাচ্ছেন। কিন্ত এই চার বছর বন্ধ থাকায় সরকারের কোটি কোটি টাকার মালামাল ও যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তাই আমাদের বেতন ভাতা পরিশোধ, চাকুরি স্থায়ীকরণসহ সেন্টারটি আবার চালু করার দাবি জানাচ্ছি।