ওসমানী মেডিকেলে মিলেছে এডিস মশার লার্ভা

0
69

সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের দুইটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ার পর এবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিলেছে এডিস মশার লার্ভা। ওসমানী মেডিকেলের নির্মাণাধীন ভবনের বেশ কয়েকটি জায়গায় পাওয়া গেছে এডিস মশার লার্ভা। তবে তাৎক্ষণিক এসব লার্ভা ধ্বংস করেছে সিলেট সিটি করপোরেশন।

সিসিক সূত্রে জানা যায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন নতুন ভবনের নিচ তলা, আন্ডারগ্রাউন্ড ও এর আশপাশের এলাকায় প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। নির্মাণাধীন ভবনের কাজ বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকায় এসব জায়গায় নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীতে এডিস মশার লার্ভা মিলেছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এসব লার্ভা তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে। যেহেতু ওসমানী মেডিকেলে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন তাই মেডিকেল এলাকাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লার্ভা ও ডেঙ্গু রোগী একসাথে হয়ে গেলে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে যাবে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। আগামীকাল আবারও ওসমানী মেডিকেল কলেজ এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা করা হবে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া সাথে সাথে সিটি করপোরেশনের সহযোগিতায় ধ্বংস করা হয়েছে। এছাড়া আশপাশের এলাকায় যাতে পানি না জমে সে ব্যবস্থা করা হচ্ছে। নির্মাণাধীন ভবনের দায়িত্বে যেহেতু পিডাব্লিউডি রয়েছে, বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। স্বাস্থ্য নিরাপত্তা ও শারীরিক নিরাপত্তার বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here