আজ মাঠে নামছে ১৪ দলীয় জোট

0
75

এক দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে বিএনপি ও তাদের শরিক দল। ইতোমধ্যে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যেই আজ বুধবার রাজপথে নামছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীনদের এই জোট। কর্মসূচির প্রথম দিন আজ বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ করবে তারা।

এর পর আগামী ছয় দিনে রাজধানীর আরও ছয়টি জায়গায় সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি নিয়েছে ১৪ দল।

এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেসময় আমির হোসেন আমু বলেন, ‘আগামী ২ আগস্ট থেকে মাঠে নামব আমরা (১৪ দল)। সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে। এজন্য প্রয়োজনীয় সব অনুমোদন নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিএনপি তাদের আন্দোলনে সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক তা আমরা মানব।’

বৈঠকে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজভান্ডারী ও গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here