রোনালদোর গোলে ফাইনালে আল নাসর

0
82

দল হিসেবে আল নাসর যে শিরোপার জন্য মুখিয়ে আছে, সেটাই যেন প্রমাণ করতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ক্লাবটিতে একে একে যুক্ত হয়েছেন অ্যালেক্স টেলেস, সেকো ফোফানা, মার্সেলো ব্রোজোভিচ আর সাদিও মানের মত তারকারা। আর সেই ছাপ দেখা গেল মাঠের খেলাতেও। টানা চার ম্যাচে করলেন চার গোল করলেন রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে আল-শোরতার বিপক্ষে তার গোলে ভর করেই আল নাসর গেল টুর্নামেন্টের ফাইনালে।  

প্রথমার্ধের শুরু থেকেই ইরাকি ক্লাবটির উপর চড়াও হয়ে উঠে আল নাসর। ২২ মিনিটের উইঙ্গার তালিসকার দারুণ এক শট ফিরিয়ে দেন শোরতার গোলরক্ষক বাসিল ফাদহিল। তবে বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যায়নি হলুদ জার্সিধারীদের। ব্রজোভিচের থ্রো বল থেকে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা রোনালদো। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়। একটু পর আবার এগিয়ে যেতে পারত আল-নাসর। তবে এবার ডি-বক্সের বাইরে থেকে অ্যালেক্স টেলেসের নেওয়া বুলেটগতির শট ফিরে আসে পোস্টে লেগে।

বিরতির পর থেকেই শুরু হয় মানে-রোনালদো জুটির নৈপুণ্য। বামপ্রান্ত ধরে বারবার এগিয়ে যাচ্ছিল আল নাসর। অবশেষে ৭৫ মিনিটে ভাঙে ডেডলক। ডিবক্সের ভেতর সেনেগাল তারকা মানেকে ফাউল করা হলে পেনাল্টি পায় আল-নাসর। স্পটকিক থেকে আর ভুল করেননি রোনালদো। ঠাণ্ডা মাথার ফিনিশে দলকে লিড এনে দেন তিনি। 

ম্যাচের বাকি সময় চেষ্টা করেও ব্যবধান বাড়ানো হয়নি তাদের। বিপরীতে লং বল খেলে বারকয়েক আক্রমণেও সফল হয়নি আল-শোরতা। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখলো আল নাসর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here