কাকরাইলে বাসে আগুন

0
61

ঢাকার কাকরাইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে দাউ দাউ করে বাসটি আগুনে জ্বলতে দেখা যায়। বাসের আগুন ওপরে থাকা বিদ্যুতের তারেও ছড়িয়ে পড়ছিল। তখনো ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পারেননি।

ঘটনাস্থলের কাছেই পুলিশের সদস্যদের দেখা যায়। কারা বাসে আগুন লাগিয়েছে, জানতে চাইলে পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়েছে।

পুড়তে থাকা বাসটির পাশেই রাস্তায় বসে কাঁদছিলেন চালক মনির হোসেন। তিনি বলেন, আজ পুলিশ সদস্যদের আনা–নেওয়ার জন্য বাসটি নিয়োজিত ছিল। বাসে একদল পুলিশ সদস্যকে নিয়ে বিকেল পাঁচটার সময় তিনি এখানে আসেন। পুলিশ সদস্যরা নেমে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে বাসে আগুন দেওয়া হয়।

ঘটনা সম্পর্কে মনির হোসেন বলেন, হঠাৎ দুই যুবক এসে বাসে পেট্রল ছিটিয়ে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাস জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর ওই দুই যুবক মোটরসাইকেলে করে কাকরাইল মোড় দিয়ে চলে যায়।

এর আগে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে আজ দুপুরে কয়েক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here