দুষ্কৃতকারীরা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে : র‍্যাব

0
59

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে র‍্যাব। শনিবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক বিবৃতিতে এই তথ্য জানান।

র‍্যাব জানায়, শনিবার রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা ও আক্রমণ চালিয়েছে। দুষ্কৃতকারী সন্ত্রাসীরা গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালায়।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও আক্রমণ চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে। তাদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়। সন্ত্রাসীরা রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা ও অ্যাম্বুলেন্সে আগুন দেয়। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতেও হামলা করে। বিভিন্ন সমাবেশে দায়িত্ব পালনরত গণমাধ্যম কর্মীদের ওপরও সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তায় স্থাপিত সিসিটিভিও ভাঙচুর করে।

বিবৃতিতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও আক্রমণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনজীবন বিপর্যস্ত করার চক্রান্তে লিপ্ত ছিল। র‍্যাবের গোয়েন্দারা গণমাধ্যম থেকে পাওয়া ফুটেজ, সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণ করে জড়িত দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here