অবরোধে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস না চালানোর সিদ্ধান্ত

0
65

বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো না চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন পরিচালনা কমিটি। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ চলমান রাখার স্বার্থে ভাড়া করা বিআরটিসি বাসগুলো চলবে।

সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. মো. আরিফুর রহমানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা বাস নিয়েই এতদিন পরিবহন ব্যবস্থা ছিল, যা শহরের কয়েকটি রুট দিয়ে চলাচল করতো।

নতুন সিদ্ধান্তে জানানো হয়, ভাড়া করা গাড়িগুলো মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ক্যাম্পাস ও ভালুকা থেকে ক্যাম্পাস পর্যন্ত পূর্বের সময়সূচি অনুযায়ী চলবে। অন্যান্য রুটগুলো বিআরটিসি বাস চলার অনুপযোগী হওয়ায় রুটগুলো বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here