পাবনায় ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন-ভাঙচুর

0
58

পাবনার ঈশ্বরদীর রেলগেটে অবরোধের সমর্থনে কয়েকটি ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন, একটি ট্রাক ও একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর স্থানীয় যুবদল ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় ও এক স্বেচ্ছাসেবক দল নেতার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথমদিন রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেশ কয়েকজন যুবক ব্যানার নিয়ে রেলগেট এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে। এসময় রেললাইনে আগুন জ্বালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। তারপর একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের গ্লাস ভাঙচুর করে।

ঘটনা জানতে পেরে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা মিলন চৌধুরী, তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানাসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মীরা ধাওয়া দিলে অবরোধের সমর্থকরা পিছু হটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here