মাইকে ঘোষণা দিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের উপর হা’ম’লা আহত ১০

0
62

সাভারের বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আবারও এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার সন্ধার পর আশুলিয়ার চানগাও এলাকায় এই ঘটনা ঘটে।

এরআগেও গত শুক্রবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। 

জানা গেছে, সম্প্রতি বহিরাগত কয়েক যুবকের মারধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এই হত্যাকান্ডের সাথে জড়িত বাকীদের আটকসহ বেশকয়েকটি দাবিতে রোববার শিক্ষার্থীরা চানগাও এলাকায় একটি শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা স্থানীয়দের দোকানপাটে ভাঙচুর চালায় বলে দাবি করেন স্থানীয়দের। পরে এলাকাবাসী মাইকিং করে একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। 

শিক্ষার্থীদের দাবি, কোনো কারন ছাড়াই এলাকাবাসী তাদের উপর হামলা চালায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here