রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

0
48

রোববার (৫ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে রাখা ছিল।

এর আগে, সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাংলামোটরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পল্লবী সাড়ে এগারোর সেতারা কনভেনশন সেন্টার ও বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনের পুলিশ বক্সের পাশে বাসে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে মিরপুর বাঙলা কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।

এদিকে রাত ১০টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের সামনে একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পিকআপভ্যানের পেছনে থাকা একটি সোফা সেটে আগুন দেয় তারা। চালক সোফাটি ফেলে দিয়ে পিকআপ নিয়ে চলে যান। পরে স্থানীয়রা সোফার আগুন নিভিয়ে ফেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here