পাকিস্তানকে আগেই বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল আইসিসি

0
89

এখন সন্দেহ নেই, পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সম্ভাবনা প্রায় শুন্যের কাছাকাছি। প্রথমে ব্যাট করলে ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে, ফিল্ডিং করলে প্রতিপক্ষের রান বিবেচনায় ৩ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। তবু কাগজে-কলমে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া তো যায় না।

২৮৭ বা এর চেয়ে বেশি ব্যবধানে ওয়ানডে ম্যাচ জেতার পাঁচটি ঘটনা আছে। এ বছরই দেখা আছে এমন চারটি ম্যাচ। এবারের বিশ্বকাপেই হয়েছে দুবার। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে কারা খেলবে সেটা নিশ্চিত হয়ে গেছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনালে ভারত খেলবে, এখন বাকি দলটি নিউজিল্যান্ড নাকি পাকিস্তান-সেটাই জানার অপেক্ষা।

আজ দুপুর আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ পাকিস্তানের। তবে আইসিসি গতকাল এক ভিডিও প্রকাশ করে আনুষ্ঠানিকভাবেই বলে দিয়েছে, প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রানরেট ০.৭৪৩! উল্টোদিকে পাকিস্তানের রানরেট ৮ ম্যাচ শেষে ০.০৩৬। অর্থাৎ, গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি নেট রানরেটের বিশাল ব্যবধান (০.৭০৭) কমাতে হবে।

গতকালের ভিডিও প্রকাশ করে আইসিসি বলেই দিয়েছে, তারা ধরে নিয়েছে পাকিস্তানের পক্ষে এটা সম্ভব না। ভারতের গেটওয়েতে দীপাবলি উদযাপনের একটা ভিডিও প্রকাশ করেছে আইসিসি। থ্রিডি প্রজেকশনের মাধ্যমে তিন মিনিটের ভিডিওতে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা মুহূর্তগুলো দেখানো হয়েছে। এরপর চারজন অধিনায়কের ছবি দেখিয়ে শেষ করা হয়েছে ভিডিও।

একদিকে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ছিলেন। যারা এক সেমিফাইনালে মুখোমুখি হবেন। অন্যদিকে ভারতের রোহিত শর্মার সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। অর্থাৎ, আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতের প্রতিপক্ষ সেমিফাইনালে নিউজিল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here