দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত ১০২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে দিয়ে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হলো সমুদ্রনগরী কক্সবাজার। উদ্বোধনের পর কক্সবাজার থেকে রামুর উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টায় চোখধাঁধানো আইকনিক এ স্টেশন থেকে রামুর উদ্দেশে ট্রেন যাত্রা করেন শেখ হাসিনা।
এর আগে রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এরপর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে পতাকা উড়িয়ে হুইসেল বাজান।
এশিয়ার বৃহত্তম আইকনিক রেলস্টেশনটিতে রয়েছে তারকা মানের হোটেল, শপিংমল, কনভেনশন সেন্টার, রেস্টুরেন্ট, শিশু যত্নকেন্দ্র, লাগেজ রাখার লকারসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা।