বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আগের দিন সাতটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে রাতেই ছয়টি বাসে আগুন দেওয়া হয়।
শনিবার দুপুরে আশুলিয়া রেড়িবাঁধে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এক ঘণ্টার ব্যবধানে চার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত ৮টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস মতিঝিলের নটডডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহন, সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত নটায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এবং ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী অনাবিল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া আগারগাঁওয়ে শিকড় পরিবহন এবং পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।
অনাবিল বাস সাইনবোর্ড থেকে গাজীপুর রুটে চলাচল করে। গাজীপুর থেকে সাইনবোর্ড যাওয়ার পথে যাত্রাবাড়ী চৌরাস্তার আগে উত্তর যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় আসলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
আগুন ধরানোর কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নাশকতার সময় হাতেনাতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চতুর্থ দফার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে এই অবরোধ।