মতিঝিল ও গাবতলীর পর এবার রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
সবশেষ খবর অনুযায়ী বাসের নাম, হতাহত ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফায় দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে শুরু হবে। চলবে মঙ্গলবার ভোর পর্যন্ত। এর আগেও কয়েক দফা একই কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো।