বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরী কানাডায়, তবে দেশটি তাকে ফেরত পাঠায় না: পররাষ্ট্রমন্ত্রী

0
62

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনি নূর চৌধুরী কানাডায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এটি সেখানকার রিপোর্টে প্রকাশ পেয়েছে। কানাডা সরকারের কাছে নূর চৌধুরী নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলেও সেটা তারা জানায়নি। কানাডা সরকারের কাছে নূর চৌধুরী বাংলাদেশে পাঠাতে বললে আর ফেরত পাঠায় না।

রোববার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে নিয়ে কানাডার কোর্টে কেস করা হয়েছে। সেখানেও যথাযথ জবাব দেয়নি। সেখান থেকে জানানো হয়, অন্য কোনো দেশে ওই ব্যক্তি যদি প্রাণভয় থাকে এবং সে কথা যদি জানায়, তাহলে কানাডা সরকার তাকে আর দেশে ফেরত পাঠায় না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কানাডা সরকারকে নূর চৌধুরীকে জেলে রাখার কথা বলা হয়েছে। অথচ তিনি সেখানে মুক্ত ঘুরে বেড়াচ্ছেন। বঙ্গবন্ধুর ২ খুনির স্থান নিশ্চিত করা গেছে। একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন কানাডায় রয়েছেন।

এ সময় নির্বাচন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ফ্রি ফেয়ার নির্বাচন করা হবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তাদের নেতা অন্যদলে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এসজেড/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here