রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৩০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
জানা যায়,জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ফাউন্ডেশনের অধীনে পরিচালিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফিজিওথেরাপি কলেজ, দি-ম্যাটস, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, নর্থ ওয়েস্টার্ন নার্সিং ইন্সটিটিউট এবং এভারগ্রিন নার্সিং ইন্সটিটিউটের মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য নগদ ১৮ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
আহমাদুল্লাহ রাজিয়া খাতুন বৃত্তি তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। এই শিক্ষা বৃত্তি ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক বাধা পেরিয়ে চিকিৎসা শিক্ষা শেষ করে দেশের স্বাস্থ্য সেবায় নিজেদের নিয়োজিত করে মানুষের সেবা করতে সহায়ক ভুমিকা পালন করবে।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন প্রোগ্রাম ডিরেক্টর ডা: আশিক-উর-রহমান, একাডেমিক সমন্বয়ক অপু চন্দ্র সাহা, বৃত্তি সমন্বয়ক শুভ সাহা এবং হেড অফ ল্যাব আনিসুর রহমান।
এসএএ/