সাইন্সল্যাবে বিস্ফোরণ: আহত ঢাবির সেই শিক্ষার্থীর মৃত্যু

0
213

রাজধানীর নিউ মার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষার্থী নূর নবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬।

মঙ্গলবার(২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাইন্সল‍্যাবে বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থীর মৃত্যু।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সাইন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী আইসিইউতে মারা গেছেন।দুপুর আড়াইটার দিকে আইসিটিতে মারা যান তিনি।

নিহত নূর নবীর ভাই আলী হোসেন বলেন, আমার ভাই সাইন্সলারে বিস্ফোরণের ঘটনায় গত ৫ মার্চ গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে(বেড-২৩) আমার ভাই মারা যায়। আমার ভাই ১৬ দিন চিকিৎসা দিন থাকা অবস্থায় আজ মারা গেল।

সে আরো জানায়, আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার দড়িগাঁও এলাকায়। আমার বাবার নাম জসিম উদ্দিন।

উল্লেখ্য রোববার (৫ মার্চ) সকালে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকায় মাথার ওপর ভারী বস্তু পড়ে নূর নবী আহত হন। এতে তার মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়। নূর নবী ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

এসএএ/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here