রাজধানীর রামপুরার সালামবাগ মসজিদের পাশে ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে আট তলা থেকে পড়ে রাফসান (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার(২৪ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ছাত্র মারা যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, শিশুটি সালামবাদ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। বিকালে পাশের একটি বাসার আট তালা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় সে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, তারা বর্তমানে পূর্ব রামপুরার ২১৬/১ বাসায় থাকত। তাদের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার গঙ্গাপুর গ্রামে। তার পিতার নাম আব্দুর রবি।
এসএএ/