রাজধানীর তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান(৪৫) আহত হয়েছেন।
শুক্রবার(২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে। পরের গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মওদুদ হাওলাদার।তিনি বলেন, আজ সন্ধ্যায় পর মাদক মামলার আসামি রউফকে ধরতে ফুলবাড়ী এলাকায় যায় এস আই শাহিনুর রহমান। এ সময় রউফ ধারালো অস্ত্র দিয়ে এস আই শাহিনুর রহমানকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
তিনি আরো বলেন, এসআই শাহিনুর রহমানের বুকে ধারালো অস্ত্র দিয়ে একটি আঘাত করে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। মাদক মামলার ওই আসামি রউফ নিজেই শাহীনদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করে। ওই আসামির সাথে আরও তিন চার জন ছিল এখনও তাদের শনাক্ত করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।
এসএএ/