এম জালাল উদ্দীন পাইকগাছা উপজেলা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে বৃহস্পতিবার সকাল ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উক্ত মোবাইল কোর্ট’টি পরিচালনা করেন।
এসময়ে পাইকগাছা উপজেলা প্রশাসন’র এ অফিসার স্থানীয়দের মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য জনসাধারণের উদ্বুদ্ধকরণ’সহ বাজারের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানাগেছে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধিনে মোট ৪’টি মামলা হয়েছে ও অস্বাস্থ্যকর খাবার বিক্রয় এবং ডেট ফেইল ঔষধ রাখার দায়ে মোট ২,৭০০ জরিমানা আদায় করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম’র সফরসঙ্গী হিসাবে সাথে ছিলেন পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, ও আনসার সদস্যবৃন্দ।