আলফাডাঙ্গায় জমিদার বাড়ি মসজিদ পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনার

0
238

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পৌরসভার বুড়াইচ খান বাহাদুর জমিদার বাড়িতে নব নির্মিত মসজিদ ও জমিদার বাড়ি পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও তার সহধর্মীনি মিস্ তেরেসা আলবর।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২ টার দিকে সড়কপথে খান বাহাদুরের বাড়িতে পৌঁছালে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও তাঁর সহধর্মিণী মিস্ তেরেসা আলবরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির ও সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল)সুমন কর।

আলফাডাঙ্গায় খান বাহাদুর জামে মসজিদ পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনার।

পরিদর্শনকালে তাঁরা ব্রিটিশ শাসন আমলের খান বাহাদুরের বাড়িটি ও নব নির্মিত সৌন্দর্য বন্ধন জামে মসজিদটি ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন।সেখানে হাইকমিশনার প্রায় ঘন্টাব্যাপী অবস্থান শেষে ঢাকায় ফিরে যান। 

এ সময় উপস্থিত ছিলেন,খান বাহাদুরের বংশধর নব নির্মিত জামে মসজিদের নির্মাতা আর্কিটেক প্রকৌশলী ব্রিটিশ নাগরিক মেরিনা তাবাচ্ছুম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.আবু তাহের।

এসএএ/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here