সাপের প্রতি তীব্র ভালোবাসা রাজুর

0
221

জুনাঈদ হাসান,ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: রাজু আহমেদ সদ্য পড়াশোনা শেষ করে অফিসার হিসেবে কর্মরত আছেন রানার মটর’স লিমিটেড এ। কর্মজীবনে শত ব্যাস্ততার মাঝে ও তিনি ডাক পেলেই রানার গতিতে ছুটে চলেন ভালোবাসার প্রানীটিকে রক্ষা করতে।রাজু বাল্যকাল থেকেই সাপ ভালোবাসেন।এখনো যেন সাপের প্রতি অপরিসীম ভালোবাসা কাজ করে এ-ই সর্পপ্রেমিকের।রাজু সাপ ভালোবাসেন তাই বাংলাদেশের যেখানেই সাপের সন্ধান পান সেখানেই দুর্বার গতিতে ছুটে চলেন প্রিয় প্রানীটিকে বাচাতে।
কৃষি নির্ভর পরিবার থেকে বেড়ে ওঠা এই রাজু এ পর্যন্ত বিষধর সাপের মধ্যে অন্যতম “অজগর ” সাপ ধরেছেন যার সংখ্যা ৩০ এর অধিক।
এছাড়াও রাজু বর্তমানে বাংলাদেশ স্নেক রেসকিউ টিমের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ পর্যন্ত স্নেক রেসকিউ টিম সাপ রেসকিউ করেছেন ৩০০০ এর বেশি এবং অন্যান্য বন্যপ্রাণী রেসকিউ করছেন ১৫০০ টি।
সকল বন্যপ্রাণীদের সুরক্ষিত আবাসস্থল তৈরী ও পরিবেশগত নিরাপত্তা দেওয়ার লক্ষ্য ই স্নেক রেসকিউ টিম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাজু জানায়,সাপ নাম শুনলেই আমরা ভয় পাই ও মারার জন্য অস্থির হয়ে যায়। একটু সচেতন থাকলেই আমরা সাপের কামর থেকে বাঁচতে পারি।
সাপ কেবল আমাদের ক্ষতি করে না, অনেক উপকারী গুণ আছে ও বটে।
সাপের বিষ থেকে তৈরী হয় ব্লাড প্রেসারের ঔষধ,হার্ট ডিজিস,হাইপারটেনশন ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here