বিশ্বকাপ বাছাইয়ে থাকছে না ডিআরএস

0
218

আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে থাকবে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবস্থা। তবে রান আউট পর্যবেক্ষণের জন্য তৃতীয় আম্পায়ার থাকবে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্ব। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নেবে টুর্নামেন্টে। যার মধ্যে ৭টি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো এক দল সরাসরি খেলবে মূল পর্বে। বাকি দুই দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।

এর আগের বিশ্বকাপ বাছাইপর্বে ডিআরএস না থাকায় বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়। এবারও তাই বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

২০০৯ সালে ডিআরএস চালু করেছিল আইসিসি। বিশ্বকাপ আসর বাদে সিরিজ খেলার ক্ষেত্রে স্বাগতিক দলগুলোকে এর জন্য করতে হয় অর্থায়ন। তাই সব দেশকে ডিআরএস ব্যবহার করতে দেখা যায় না। ২০১১ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here