ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বাকি শুধু মৃত্যু : নোবেল

0
91

ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে খ্যাতি পেয়েছেন বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য কিংবা ঘটনার কারণে সমালোচিত হয়েছেন এই শিল্পী। এবার নিজের সংগীতের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে এবং এর পেছনের মাদককে দায়ী করেছেন নোবেল।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাস এ কথা জানান নোবেল।ফেসবুকে নোবেল লিখেছেন, ‘আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি।’

তিনি আরও লেখেন, ‘আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’

নোবেলের এই পোস্ট হতাশাজনক মনে হলেও ঈদের কনসার্টের প্রচারণার পোস্টও দিয়েছেন তিনি। ঈদের পরে ২৫, ২৭ ও ২৮ এপ্রিল যথাক্রমে কুষ্টিয়া, লালমনিরহাট ও শরীয়তপুরে কনসার্ট রয়েছে। এ ছাড়াও কেউ যদি নোবেলকে বুক করতে চান তাহলে এক লাখ ৬০ হাজার টাকা দিতে হবে বলেও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here