ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামে গত মঙ্গলবার রাতে ৭০০ ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ফেনী থানায় জিডি করেছে বাগান মালিক শহিদুল ইসলাম বাবুল। জানা যায়, গত মঙ্গলবার কে বা কারা রাতের আঁধারে ফলন্ত ৭০০ গাছ পেঁপে গাছ কেটে ফেলেছে। এতে বাগান মালিক প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শহিদুল ইসলাম বাবুল জানান, স্থানীয় কৃষি কর্মকর্তার উদ্বুদ্ধকরণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে ১০ একর পতিত জায়গা লিজ (বন্ধক) নিয়ে রৌশন এগ্রো পার্ক নামে মিশ্র ফল বাগান গড়ে তোলেন। তিনি গত ৬ মাস পূর্বে রেড কুইন, রেড লেডি ও ইস্পাহানি কিংসহ স্থানীয় জাতের ৭০০ পেঁপে গাছের চারা রোপন করেন। বিভিন্ন পরিচর্যা করে সারি সারি গাছগুলোতে ফুল ও ফলে ভরে উঠে তখন কে বা কারা শত্রুতা করে রাতের আঁধারে কেটে ফেলে দেয়। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ওই বাগানে উন্নত জাতের পেয়ারা, লেবু, মাল্টা কমলা, নারিকেল, সুপারি ও বরই গাছসহ বিভিন্ন জাতের ফল গাছ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।স্থানীয় উপ-সহকারী কর্মকর্তা আবু তৈয়ব জানান, মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জায়গাগুলো চাষের আওতায় নিয়ে আসি আমরা। আর এদিকে গড়ে তোলা বাগানগুলো অনিষ্ট করে দুর্বৃত্তরা। এতে করে সাধারণ মানুষ চাষাবাদে নিরুৎসাহিত হচ্ছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বাগানে গাছ কেটে ফেলার ঘটনায় জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।