মুন্সীগঞ্জে দেড় কেজি গাঁজা ও দেশীয় তৈরি একনলা শর্টগানসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লা কান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রাম থেকে দেশীয় তৈরি একনলা শর্টগানসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মুন্সীকান্দি গ্রামের মৃত তমিজ উদ্দিন দেওয়ানের ছেলে মো. ইয়াজ উদ্দিন দেওয়ান (৬০) ও মো. হাফিজ দেওয়ান ছেলে মো. রাজু দেওয়ান (৩২)। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ ইয়াজউদ্দিন দেওয়ান ও মোহাম্মদ আজিজ দেওয়ানকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেড় কেজি গাঁজা ও দেশীয় তৈরি একনালা একটি শটগান উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে মুন্সিগঞ্জ সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।