শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

0
64

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হবে। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবেও গার্ড অব অনার দেওয়া হবে।এর আগে সকাল ১০টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল (বারডেম) থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ডা. জাফরুল্লাহর মরদেহ শহীদ মিনারে চত্বরে আনা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪এপ্রিল) শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here