নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এরদোয়ান যা বললেন

0
87

তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আমি আমার জনগণকে কতটুকু ভালোবাসি তা তারা জানেন। এ জন্যই তাদের প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে।

সিএনএন তুর্ককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এরদোয়ান আরও বলেন, আমি একমাত্র রাজনীতিক, যিনি জনগণের মনের ভাষা বুঝেন।জনসভাগুলোতে আসা মানুষের মনের ভাষা আমি পড়তে পেরেছি।তারা আমাকে বলেছেন, আপনি এগিয়ে যান- আমরা আছি আপনার সঙ্গে।

তুরস্কের বর্তমান এই প্রেসিডেন্ট আরও বলেন, বিভিন্ন জরিপের পাশাপাশি আমার জনসভায় লোক সমাগমই বলে দিচ্ছে- আমার জয় নিশ্চিত।
উল্লেখ্য, আগামী ১৪ মে তুরস্কে একযোগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে।এরদোয়ানসহ মোট ৩ প্রার্থী লড়ছেন প্রেসিডেন্ট পদে।এদের মূল প্রতিদ্বন্দিতা হবে এরদোয়ান এবং বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলিকদারোগ্লুর মধ্যে। যদিও অর্থনৈতিক মন্দা ও ভূমিকম্পে সৃষ্ট সংকটের কারণে এবার এরদোয়ানের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রচারণা চালিয়ে আসছে।

সূত্র : হুরিয়েত নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here