বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট লিগ আয়োজনের কথা ভাবছে সৌদি আরব। জানা গেছে, এ বিষয়ে সৌদি সরকারের প্রতিনিধিদল এ বিষয়ে আইপিএলের মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন।
বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি চালুর পরিকল্পনা নিয়ে আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে সৌদি সরকারের একটি প্রতিনিধিদল।ভারতের খেলোয়াড়েরা প্রস্তাবিত এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভারতের কোনো ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে অংশ নিতে পারবেন না। আর যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে আইসিসি ও সদস্যদেশগুলোর অনুমোদনও লাগে।
সৌদি আরবের ক্রিকেটে আগ্রহী হওয়ার খবরটি নিশ্চিত করেছেন, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সাম্প্রতিক সময়ে খেলাধুলায় মনোযোগী হয়েছে মোহাম্মদ বিন সালমানের দেশ। সৌদি সরকার এই খাতে বেশ বিনিয়োগও করছে।
২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আন্তর্জাতিকভাবে নিজেদের ইমেজ বাড়ানোর চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।