আবারও কেঁপে উঠল তুরস্ক। সোমবার স্থানীয় সময় ভোরবেলায় এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্যানুযায়ী, সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় তুরস্কের আফসিন শহরের দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। মৃদু ভূমিকম্পের জেরে হতাহত, সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে আবারও কম্পন অনুভূত হতেই আতঙ্কিত সেখানকার সাধারণ মানুষ।উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর একাধিক আফটারশক হয়। শক্তিশালী কম্পনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দুই দেশ। এতে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র: মিড ডে