স্বাধীনতা বিরোধীদের শিকড় গাড়তে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
73

এ দেশে আগেও যারা ষড়যন্ত্র করেছে তারা আজও ষড়যন্ত্র করে আসছে। তবে স্বাধীনতা বিরোধীরা যাতে দেশে শিকড় গাড়তে না পারে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। তাদের শিকড় গাড়তে দেওয়া হবে না। 

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ কথাগুলো বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে দেয়া হয়েছে। সারাদেশে এ কার্যক্রম শেষ হয়নি। এখনও দেশের ২২টি উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বাকি রয়েছে। এ কার্যক্রম আগামী জুন মাসে শেষ হবে। এছাড়াও রাজাকারদের তালিকাও তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সরকার কাজ করছে। 

বক্তব্য শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও বিএনসিসির সদস্যরা গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রর্দশন করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here