ছুটি শেষে প্রাণ চঞ্চল হয়ে উঠছে জাবি

0
98

রমজান, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, গ্রীষ্মকালীন অবকাশ ও বৌদ্ধ পূর্ণিমার দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিস ও শ্রেণি কার্যক্রম। এদিন থেকে বিশ্ববিদ্যালয়টির সব বিভাগে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে। ছুটি শেষ হওয়ায় ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে গতকাল বুধবার বিকেল থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। 

এর আগে, গত ২৭ শে মার্চ থেকে বিশ্ববিদ্যালয়টিতে টানা ৪০ দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে আগামী ৫ ও ৬ই মে সাপ্তাহিক ছুটি হওয়ায় পরেরদিন থেকে অফিস ও শ্রেণি কার্যক্রম শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ। এদিকে ছুটি শেষে নিজ নিজ আবাসিক হলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সাতশ’ একরে। বটতলা, টারজান পয়েন্ট, ট্রান্সপোর্ট, টিএসসি, শহীদ মিনার, মুরাদ চত্বর, মুক্তমঞ্চসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখা মিলেছে শিক্ষার্থীদের জমজমাট আড্ডার। দীর্ঘদিন পর বন্ধু, সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে আড্ডায় মেতেছেন তারা। সকলের চোখে-মুখে প্রশান্তির ছাপ। তবে এখনো আবাসিক হলের ডাইনিং ও ক্যান্টিন চালু না হওয়ায় শিক্ষার্থীদেরকে খাবারের সমস্যা নিয়ে বেগ পোহাতে হচ্ছে।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, ‘দীর্ঘ ছুটি শেষে আজ ক্যাম্পাসে এসেছি। বন্ধু-বান্ধব, সিনিয়রদের সাথে দেখা হচ্ছে। সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছি। নিজের কাছে খুব ভালো লাগছে। তবে হলে ডাইনিং-ক্যান্টিন বন্ধ থাকায় খাবারের একটু সমস্যা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here