আরও ৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

0
75

গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এছাড়া আক্রান্তদের আটজন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর একজন ঢাকার বাইরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৬৫ জন ঢাকার মধ্যে এবং আটজন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে ঢাকায় ৫৯৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৯৩ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে, চিকিৎসা শেষে এ হাজার পাঁচজন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৫২৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৮২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here