রাজশাহীতে হজ বিষয়ক প্রশিক্ষণ নিবেন ২ হাজার ৪৬৭ হাজী

0
57

রাজশাহী জেলায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিবেন ২ হাজার ৪৬৭ জন হাজী। 

সোমবার (৮ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।এসময় কর্মশালায় উপস্থিত হাজীদের উদ্দেশ্যে হজ পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, শুদ্ধভাবে হজ পালনের জন্য সম্মানিত হাজীদের সব ধরণের খুঁটিনাটি বিষয় জানতে হবে। তাই হজে যাওয়ার আগে শরিয়তের নিয়ম অনুসারে নির্দিষ্ট বিষয়গুলো হাজীদের জানা থাকলে কোন সমস্যায় পড়তে হবে না। এজন্য হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে হাজীদের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় এবারে হজের সার্বিক কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা দৃশ্যমান। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের সঠিক নজরদারিতে এবারে বাংলাদেশের হাজীদের সকল সুযোগ-সুবিধার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. রেজ্জাকুল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) নির্বাহী সদস্য আকবর আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা।

উল্লেখ্য, নগরীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর আয়োজনে এবছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নিবন্ধিতদের মোট ২ হাজার ৬৭ জন হাজী পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করবেন। এর মধ্যে সরকারি ৬৫৭ এবং বেসরকারি ১ হাজার ৮১০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here