বিষচোখ

0
158


রিয়াজ মুস্তাফিজ

যদিওবা তোমার সাথে কখনো দেখা হয়ে যায়
চোখ পড়ে যায় চোখে
আমি দৃষ্টি মেলে তোমার চলে যাওয়া দেখি
তুমি মাথা নিচু করে মাটির দিকে তাকাও।

আমার সাক্ষাত প্রত্যাশী নও তুমি
যেন পালাতে পারলেই বাঁচো।

আমাকে দেখলে থমকে যায় তোমার পথচলা
কেপে ওঠো ক্ষনিক
হয়তো রাখতে না পারা কথারা ধাক্কা দিয়ে যায় তোমায়
হয়তো বিশ্বাসঘাতকতার যন্ত্রনায় দগ্ধ হও তুমি
নয়তোবা আমার সাক্ষাৎ তোমাকে বড় লজ্জায় ফেলে দেয়।

মায়া ভরা চোখের গভীরে হারিয়ে ছিলাম আমি
ঐ চোখে খুজেছিলাম সমস্থ তৃপ্তিভরা পাওনা
অথচ কিছুই দাওনি আমায়
কিছুই পাইনি আমি
না তোমাকে
না তোমার চুলের ভাজ
না তোমায় ছুয়ে দেখার অধিকার।

পাওয়া না পাওয়ার হিসাব কষতে কষতে বড্ড ক্লান্ত আমি
আশাহতের বেদনায় নীলাভ হয়ে গেছি
মায়াবী চোখের গভীরতা থেকে ছিটকে পড়েছি সেই কবে?

আমাতে চোখ রাখার সাহস তোমার নেই
ও চোখে এখন বিষের আনাগোনা
পাপড়ীরা সব একেকটা বিষদাঁত

এখন যদিওবা দেখা হয়
তোমার নিচু মাথার বিষাক্ত চোখ
দৃষ্টি মেলে অসাড় মাটিতে
নির্লিপ্তে তোমার চলে যাওয়া দেখি
আর অহেতুক প্রশ্ন ছুড়ে দেই
আমার জীবন মাটি করে দিয়ে, মাটিতেই খোজো আমায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here