গলায় ফাঁস দিয়ে তানভীর আহমেদ নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ লে. সেলিম হলে এ ঘটনা ঘটে।তানভীর আহমেদ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি হলের ৩৫৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।
জানা গেছে, বুধবার দুপুরে হলের নিজ কক্ষে আত্মহত্যাচেষ্টা করেন তানভীর। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় কারণেই এ ঘটনা ঘটতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ডা. জাহিদুল ইসলাম বলেন, মৃতদেহ হাসপাতালে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তার মৃতদেহ হস্তান্তর করা হবে।