ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য বুধবার (১৮ মে) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। এর মধ্য দিয়ে অনেকদিন পর দলে ফিরেছেন আদ্রিয়ান নেইল ও অ্যালাসডেয়ার ইভান্স।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার ‘এইট’ এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এ ছাড়া ১০ দলের বাছাইপর্ব থেকে সুযোগ পাবে আরও দুই দল। সেখানে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া পাঁচ দলের সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল।তাই আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিতে হবে তাদের। লিগ-২ এর দলগুলোর মধ্যে স্কটিশরা ছাড়াও রয়েছে নেপাল ও ওমান। আগামী ১৮ জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ বাছাইপর্ব। যা আগামী জুলাই পর্যন্ত চলবে।
স্কটল্যান্ড স্কোয়াড :
রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, অ্যালাসডেয়ার ইভান্স, ক্রিস গ্রেভস, জ্যাক জারভিস, মাইকেল লিস্ক, টম ম্যাকটিঙ্কস, ক্রিস ম্যাকব্রাইড, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসী, আদ্রিয়ান নেইল, সাফায়ন শরিফ, ক্রিস সোল, হামজা তাহির এবং মার্ক ওয়াট।