আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একমাসে নয়বার দেশটির রাজধানীতে শহরে হামলা চালানো রাশিয়া।
ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও দুই জন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, প্রাথমিক তথ্য বলছে রাশিয়ার ছোড়া সব ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে।
এক মাসে নয় বার ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে হামলা চালাল রাশিয়া। গত সোমবার রাশিয়ার শক্তিশালী কিনজাল ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশকো জানিয়েছেন, দারনিতসিয়া এলাকায় একটি গ্যারেজে হামলার কারণে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, কাস্পিয়ান সাগর এলাকা থেকে রাশিয়া ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তার দাবি, এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে রাশিয়া।