প্রায় চার বছর পর জর্জিয়ার সাথে সরাসরি ফ্লাইট চালু করেছে রাশিয়া। আর এই ফ্লাইট ঘিরেই দেশটির তিবিলিসি বিমানবন্দরের বাইরে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীরা বলেছে, ‘আপনাদের স্বাগত জানানো হবে না।’ জর্জিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর আজ দুপুরে আজিমুথ এয়ারলাইন্সের একটি বিমান তিবিলিসিতে পৌঁছায়।
জর্জিয়া সরকার এই ফ্লাইটকে স্বাগত জানালেও বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখা দেয়।
সরকারবিরোধীরা বলছে, এমন সিদ্ধান্তে নিজেদের বুকেই ছুরি চালানো হচ্ছে। জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার পথ এতে রুদ্ধ হয়ে আসবে।
চলতি বছরের শেষ দিকেই জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ব্রাসেলস। তাই বিরোধী মনে করছে, রুশ ঘনিষ্ঠতায় সেই আশা ভেস্তে যেতে পারে।