এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে: নৌ প্রতিমন্ত্রী

0
57

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়বো। তখন অনেকে ব্যঙ্গ করে বলেছিলো, বাংলাদেশ ডিজিটাল নয়, টালমাটাল হয়ে যাবে। ২০০৮ সালের আগে বাজারে জুন-জুলাই মাসের আগে পাঠ্যপুস্তক পাওয়া যেত না। এখন বছরের প্রথমদিনেই শিক্ষার্থীদের বিনামূল্যে বই এবং উপবৃত্তি দেয়া হয়। এখন নিউট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা যদি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারি। তাহলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। এর জন্য প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং স্বাধীনতার ইতিহাস জানতে হবে।’

শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং জনশুমারি প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ট্যাব, সবজি চাষিদের মাঝে নিরাপদ সবজি পরিবহনের জন্য ভ্যান ও প্রশিক্ষিত নারীদের মাঝে আয়বর্ধক প্রকল্পের আওতায় অনুদানের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মুক্তিকামী মানুষ একটি স্বাধীন রাষ্ট্র করে দিয়েছে। এটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। আজকে বাংলাদেশ সোনার বাংলা হয়েছে এটাকে তোমাদের ধরে রাখতে হবে। আজকের প্রজন্মকে সরকারের দেয়া সুবিধাগুলিকে কাজে লাগিয়ে নিজেকে শিক্ষিত নাগরকি হিসাবে তৈরি করতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আাজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ। এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে।’

অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here