কূটনৈতিক ব্যর্থতায় বাজার হারাবে বাংলাদেশ : আ স ম রব

0
71

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘জনপ্রতিনিধিত্বহীন সরকারের অপরিণামদর্শী প্রতিক্রিয়ায় রাষ্ট্র আরো বেশি ঝুঁকিতে পড়বে। নিষেধাজ্ঞা প্রদানের মূল কারণের প্রতিবিধান না করে যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু ক্রয় না করার সরকারের হুমকি কোনোক্রমেই বাস্তবসম্মত নয়। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রফতানি বাণিজ্যের অন্যতম বৃহৎ অংশীদার।’ 

আজ শুক্রবার জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর উত্তরায় বাসভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীরমুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, ডাক্তার জবিউল হোসেন, এডভোকেট কে এম জাবের, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ। সভায় রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করা হয়। অন্য এক প্রস্তাবে রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করা হয়।

সভায় আ স ম আবদুর রব আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের মনোভাবের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ থেকে পণ্য না কেনে তাহলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ অন্যান্য খাত চরম বিপর্যয়ের মুখে পড়বে। উপরন্তু ইউরোপসহ পশ্চিমা বিশ্বে বাজার হারাবার বিরাট ঝুঁকির সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ ও ভূ-রাজনীতিতে সরকার আজ দিশেহারা হয়ে পড়েছে। সরকারের বক্তৃতা-বিবৃতি প্রতিক্রিয়া কোনোটাই কূটনীতিসূলভ নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here