অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের পুনর্মিলনী

0
76

সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া তাদের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার ক্যাম্বেলটাউন সিভিক সেন্টারে এই মিলনমেলায় যোগ দেন সবাই। সিডনি, ক্যানবেরা, ওয়াগা ওয়াগা, নিউক্যাসেল সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারবর্গ। পাশাপশি বাংলাদেশ থেকে বেড়াতে আসা কতিপয় সিনিয়র এলামনাসও এ অনুষ্ঠানে ছিলেন।

সংগঠনের সভাপতি ড. আনোয়ারুল বকসীর সভাপতিত্বে প্রারম্ভিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষিবিদ ওয়ারেস বাবুল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করেন কৃষিবিদ ডা. শামীম ও পরমেশ ভট্টাচার্য।অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্বের পর প্রয়াত কৃষিবিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। যুগ্ম সম্পাদক ও ইভেন্ট কো অর্ডিনেটর ড. সেলিম এর অনবদ্য পরিচালনায় জিয়াউল হক বাবলু, সত্য সাহা প্রমুখদের সক্রিয় ব্যবস্থাপনায় এতে স্মৃতিচারণ, স্বাগত বক্তব্য, হাসির চুটকি, কবিতা আবৃত্তি ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

মলয় বিশ্বাসের উপস্থাপনায় স্মৃতিচারণ করেন বর্ষীয়ান কৃষিবিদ ড. কাইয়ুম পারভেজ, ড. রতন কুন্ডু, মোঃ আব্দুল জলিল, ড. আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়া সম্পাদক কবির চৌধুরী রুবেলের সঞ্চালনায় ইতোপূর্বে আয়োজিত স্পোর্টস ইভেন্টে বিজয়ী, প্রথম ও দ্বিতীয় রানার আপসহ সব অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here