আরও ৩৩ জনের করোনা শনাক্ত

0
71

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৫ জন ঢাকা মহানগর, ৫ জন নারায়ণগঞ্জ, ১ জন ময়মনসিংহ, ১ জন রাজশাহী এবং ১ জন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৪১ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জন অপরিবর্তিত রয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৭৯৩ টি নমুনা সংগ্রহ ও ৭৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬১২৮ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। -বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here